হুমায়ুন আজাদ (Humayun Azad)



হুমায়ুন আজাদ
 
Humayun Azad
হুমায়ুন আজাদ (Humayun Azad)
বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ ১৯৪৭ খ্রিষ্টাব্দের ২৮ শে এপ্রিল মুন্সীগঞ্জ জেলার বিক্রপুরের অন্তর্গত রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন। অত্যন্ত মেধাবী হুমায়ুন আজাদ দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো : কাব্য ‘অলৌকিক ইস্টিমার’, ‘জ্বলো চিতাবাঘ’, ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’, ‘কাফনে মোড়া অশ্রুবিন্দু; উপন্যাস ‘ছাপান্ন হাজার বর্গমাইল’, ‘সব কিছু ভেঙে পড়ে’, গল্প ‘যাদুকরের মৃত্যু’, প্রবন্ধ ‘নিবিড় নীলিমা’, ‘বাঙলা ভাষার শত্রুমিত্র’, ‘বাক্যতত্ত্ব’, ‘লাল নীল দীপাবলি’, ‘কতো নদী সরোবর’ ইত্যাদি। তিনি বাংলা একডেমী পুরস্কারসহ অন্যান্য অনেক পুরস্কার লাভ করেছেন। হুমায়ুন আজাদ ২০০৪ খ্রিষ্টাব্দের ১২ই আগস্ট মৃত্যুবরণ করেন।